ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের নিন্দায় রাঙামাটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের প্রতিবাদ সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি »

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনার নিন্দা জানিয়ে রাঙামাটি শহরে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারিগণ।

শনিবার (১২ ডিসেম্বর) রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলা চালিয়ে স্বাধীনতার মূল স্তম্বে আঘাত করেছে তথাকথিত মৌলবাদী গোষ্ঠি। যা মোটেও গ্রহণযোগ্য নয়।

এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে হামলাকারি ও তাদের ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবীর, রাঙামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এ.এন.এম মোর্শেদ খান, সিভিল সার্জন বিপাশ খীসা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিনসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধান ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ