বাংলাধারা প্রতিবেদন »
নগরের খুলশী থানাধীন ফয়’স লেক-ইউএসটিসি এলাকায় পাঁচতলা ভবনের নিচতলার একটি ফার্মেসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মে) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ২টি গাড়ি পাঠানো হয়। কিন্তু তার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডে দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাংলাধারা/এফএস/টিএম