বাংলাধারা প্রতিবেদক »
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে বইছে যেন ঈদের আমেজ। সকাল থেকেই প্রধামন্ত্রীর জনসভা সফল করতে দলে দলে যোগ দিচ্ছেন দূর দুরান্ত হতে আগত নেতাকর্মীরা। রোদের মধ্যে পায়ে হেঁটে অনেকেই পড়ছেন ক্লান্ত হয়ে। আর তাদের ক্লান্তি দূর করতে পিকআপে করে ঠান্ডা শরবত বিলি করছেন কয়েকজন যুবক। আর তা পান করে ক্লান্তি দূর করছেন দূর-দুরান্ত থেকে আসা নেতাকর্মীরা। আর এই ব্যতিক্রম উদ্যোগ চসিকের প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে আয়োজিত এই জনসভায় অংশগ্রহণ করতে মিছিল সহকারে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। তীব্র রোদে তাদের অনেকেই ক্লান্ত হয়ে পড়ছেন। তাই পিকআপে করে জনসভায় আগত নেতাকর্মীদের ট্যাংয়ের শরবত খাওয়াচ্ছেন প্যানেল মেয়রের অনুসারীরা।
জানা যায়, নেতাকর্মীদের ভোগান্তি লাঘবে সমাবেশ স্থলের চারপাশের গুরুত্বপূর্ণ মোড় গুলোয় ১০ টি পিক আপে ঠান্ডা সুপেয় পানি, শরবতসহ গরমে স্বস্তি পেতে নানাবিধ ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র ও ২৫ নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন।
শরবত পান করে স্বস্তি লাগছে জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলা থেকে আগত এক ছাত্রলীগ কর্মী বলেন, ‘আজ প্রচন্ড গরম পড়ছে। একইসাথে এত এত মানুষের ভিড় প্রধানমন্ত্রীকে দেখতে। গরমে খুব পিপাসা পেয়েছিল। আশেপাশে কোন দোকান বা পানির ব্যবস্থা না থাকায় খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। হঠাৎ পিকআপে করে শরবত পান করাচ্ছে দেখতে পেয়ে ছুটে আসি। ঠান্ডা এই শরবত পান করে এখন অনেক স্বস্তি লাগছে। এই উদ্যোগ যিনি নিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই।’
সমাবেশে আসা ইপিজেড থানা যুবলীগ কর্মী শহীদ বলেন, ‘কাউন্সিলর লিটন ভাইয়ের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আজ নেতাকর্মীদের ঢল নেমেছে প্রধানমন্ত্রীর জনসভায়, এর ওপর রোদের তাপও কম নয়। তার এ উদ্যোগে অনেকেই উপকৃত হচ্ছেন।’
প্যানেল মেয়র আবদুস সবুর লিটন বাংলাধারাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভায় দূর দুরান্ত থেকে নেতাকর্মীরা পলোগ্রাউন্ডে আসছেন। নেত্রীর নিরাপত্তার স্বার্থে সমাবেশস্থলের আশেপাশের সড়কগুলোয় যান চলাচল যেহেতু বন্ধ, তাই পায়ে হেঁটেই জনসভায় যোগ দিতে হচ্ছে নেতাকর্মীদের। আর অনেকেই গরমে হাঁপিয়ে উঠছেন, ক্লান্ত হয়ে পড়ছেন। আর সমাবেশে আসা এসকল নেতাকর্মীদের পিপাসা মেটাতে আমার সামান্য এ উদ্যোগ।’
বাংলাধারা/আরএইচআর