বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় হাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় ওই বৃদ্ধাকে বাঁচাতে এগিয়ে গেলে শাহ আলম নামের এক ব্যক্তিকে হাতি শুলে জড়িয়ে ছুড়ে মারে এবং তাকেও গুরুতর আহত করে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার পূর্ব বৈলগাঁও নতুনপাড়ায় বেলগাঁও চা-বাগান সংলগ্ন সাংবাদিকের পাহাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধার নাম আনোয়ারা বেগম (৫৪)। তার বাড়ি একই এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা জানান, হাতির পায়ে পৃষ্ঠ হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছে এবং এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।
আহত ব্যক্তিকে এলাকাবাসী উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছে বলেও জানান তিনি।
বাংলাধারা/এফএস/এআর