বাংলাধারা ডেস্ক »
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সে হিসেবে নিহতের সংখ্যা এখন ৪৩ জন।
মঙ্গলবার (৭ জুন) সীতাকুণ্ড ডিপোর সামনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ- পরিচালক আনিসুর রহমান।
তিনি বলেন, আলামত দেখে একজন ফায়ার সার্ভিসের কর্মী বলে মনে হয়েছে। তবে ডিএনএ টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে। এছাড়া আরেকজনের মরদেহ দেখে ডিপোর কর্মী বলে মনে হচ্ছে।
তবে, গতকাল পর্যন্ত পাওয়া তথ্যনুযায়ী ফায়ার সার্ভিসের নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও তিন ফায়ার সার্ভিস কর্মী নিখোঁজ রয়েছেন। তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের পরিবারের সদস্যরা এসে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিয়ে গেছেন। এছাড়া ফায়ার সার্ভিসের ১২ জন সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন।