বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বরুণ চৌধুরী (৫০) নামের একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালাইয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বরুন চৌধুরী পটিয়া উপজেলার ধলঘাট এলাকার মৃত যোগেন্দ্র লাল চৌধুরীর ছেলে। তিনি কালুরঘাটে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে (এফআইডিসি) ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তার ১ ছেলে ৩ মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।