ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

বোয়ালখালীতে ‘ভাই বন্ধু মানবিক ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালীতে ‌‘ভাই বন্ধু মানবিক ফাউন্ডেশন’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মে) বিকেলে উপজেলার আকুবদন্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের পরিচালক শেখ নূর মোহাম্মদ।

এতে প্রধান অতিথি ছিলেন পোপাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম জসিম। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের।

সংগঠনের সভাপতি নয়ন শরীফের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রিদোয়ানুল হক, আব্দুর রহমানও এস এম হৃদয়, প্রধান অতিথি এসএম জসিম বলেছেন, আমি দীর্ঘদিন এলাকার উন্নয়নে কাজ করে আসছি কিন্তু মাদকমুক্ত করতে পারি নাই। সমাজকে মাদকমুক্ত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ভাল কাজের মধ্য দিয়ে মৃত্যুর পরে যুগ যুগ ধরে চিরঞ্জীব থাকে মানুষের অন্তরে।

মানবিক মূল্যবোধে জাগ্রত হয়ে ভাই বন্ধু ফাউন্ডেশন বিগত দুই বছর যাবৎ যে কর্মকাণ্ড এলাকায় পরিচালনা করে যাচ্ছে তা অবশ্যই প্রশংসনীয়।

সমাজে অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে মানবিক সংগঠনগুলো এগিয়ে আসতে হবে। তাহলেই একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। অনুষ্ঠান শেষে কেক কেটে অতিথিদের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ