সম্প্রতি বাংলাদেশের সফর শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির একটি বৈঠকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ব্রিফিং করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শশী থারুরসহ অন্যান্য সদস্য।
বৈঠকে বিক্রম মিশ্রি উল্লেখ করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে শেখ হাসিনা যে বিবৃতি দিয়েছেন, তা ভারতের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও জানান, ভারত-বাংলাদেশ সম্পর্ক কোনো নির্দিষ্ট দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং ভারতের দৃষ্টিতে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক অগ্রাধিকার পায়।
বিক্রম মিশ্রি বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক বহু স্তরে গভীর, এবং এটি জনগণের সঙ্গে আমাদের বন্ধনের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে। কোনো একক দল বা সরকারের ওপর তা নির্ভরশীল নয়।”
তবে তিনি এই মন্তব্যের মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্কের টেকসই ভবিষ্যতের ওপর গুরুত্ব দিয়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে রাজনৈতিক অবস্থানের পরিবর্তন ভবিষ্যতে কেমন প্রভাব ফেলবে তা এখনই বলা কঠিন।