বাংলাধারা প্রতিবেদন »
সাব্বির রহমানের ফর্মটা যাচ্ছেতাই। গত ছয় ইনিংসের তিনটিতেই ‘ডাক’ মেরেছেন। একটি ম্যাচে শূণ্য রানে অপরাজিত ছিলেন। এতো বার্জে ফর্মের পরেও সাব্বিরের ওপরই ভরসা করতে হলো টিম ম্যানেজমেন্টকে। মাহমুদুল্লাহ রিয়াদের বদলে আজ মূল একাদশে নেওয়া হয়েছে এই তরুণ ব্যাটসম্যানকে। সর্বশেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মাহমুদুল্লাহ।
ভারতের বিপক্ষে ম্যাচের আগেই মাহমুদুল্লাহ রিয়াদের সুস্থ হয়ে ওঠার জন্য দোয়া করছিলেন টাইগারভক্তরা। কারণ রিজার্ভ বেঞ্চে বসে থাকা সাব্বির রহমান ও মোহাম্মদ মিঠুন দুজনেই অফ ফর্মে রয়েছেন। সমর্থকরা যেটা ভয় পাচ্ছিলেন শেষ পর্যন্ত সেটাই হলো। মাহমুদুল্লাহ রিয়াদকে খেলার মতো ফিট ঘোষণা করেননি ফিজিও। তাই শেষ পর্যন্ত সাব্বির রহমানকেই দলে ভেড়াতে হয়েছে।
সাব্বিরের চেয়ে অবশ্য মিঠুনের ফর্মটা ভালো। তবে আজ মেহেদী হাসান মিরাজকে বসিয়ে রুবেল হোসেনকে খেলানো হচ্ছে। দলে স্পিনার বলতে সাকিব ও মোসাদ্দেক। সাব্বির রহমান লেগ স্পিনটা খুব একটা খারাপ করেন না সেই বিবেচনাতেই শেষ পর্যন্ত তাকেই খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারের আসরটা মাহমুদুল্লাহ রিয়াদের জন্যও খুব একটা ভালো কাটেনি। তবে প্রয়োজনের সময় প্রতি ম্যাচেই জ্বলে উঠেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৬ রানে অপরাজিত ছিলেন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ৬৯ রান। মাহমুদুল্লাহর দলে না থাকাটা টাইগারদের জন্য বড় ক্ষতি। দেখা যাক, শেষ পর্যন্ত সাব্বির সেই ক্ষতিটা পুষিয়ে দিতে পারেন কিনা।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম