ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

রাউজানে স্ত্রীকে চিরকুট লিখে স্বামীর আত্মহত্যা

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামের রাউজানে স্ত্রীকে চিঠি লিখে আত্মহত্যা করেছে স্বামী মো. নয়ন (২৭)।

শনিবার (১৩ মার্চ) ভোরে উপজেলার আইলিখীল গ্রামের বাইন্না পুকুর পাড়ে নয়ন গাছের সাথে দড়ি বেধে আত্মহত্যা করে।

তিনি ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আরিফ জানান, আজ সকালে পুকুর পাড়ে একটি গাছের সাথে নয়নের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। এসময় তার কাছে স্ত্রীকে উদ্দেশ্য করে লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

তার স্ত্রীর নাম তসলিমা বেগম। তিন বছর আগে তারা বিয়ে করেন। বিয়ের পরে তাদের মাঝে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো।

তিনি আরো জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন