বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন বলেছেন, ‘শিক্ষার্থীরাই হচ্ছে জাতির সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজ যারা শিশু তাদেরকে যদি আমরা সযত্নে সুস্থ-সুন্দর পরিবেশে বিকাশ লাভের সুযোগ করে দিই, তাহলে ভবিষতে তারা হবে দেশের একেকজন আদর্শ নাগরিক।’
শনিবার (২০ মে) সকালে চট্টগ্রামের বোয়ালখালীতে বি আর ডি বি প্রশিক্ষণ হল রুমে ব্লু-বার্ডস প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইউএনও আরও বলেন, আজকের শিক্ষার্থীরা এক সময় দেশের প্রতিটি সেক্টর-এ দক্ষতার পরিচয় দিয়ে এ দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবে। একটি শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তার শারীরিক বৃদ্ধির পাশাপাশি মানসিক বৃদ্ধি বা মনের বিকাশেরও সমানভাবে সুযোগ করে দিতে হবে। সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।
প্রতিষ্ঠানের সভাপতি মো. শাহিনুর কিবরিয়া মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আমির হোসেন। প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর জাহানারা আকতার চৌধুরীর সঞ্চালনায় এ-সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন ভূঁইয়া, পরিচালক অধ্যাপক মো. ইদ্রিস, মো. ইছাক ইকবাল, ও রাজু দে।