সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ডের ভাটিয়ারী সমুদ্র উপকুল থেকে নুরুল আবছার লাভলু (৩৭) নামে আরও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে একদিনের ব্যবধানে একই জায়গা থেকে দুইটি লাশ উদ্ধার করা হলো।
মঙ্গলবার (২২ মার্চ) ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকুলে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাউছিয়া কমিটির টিম ও নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। নুরুল আবছার লাভলুর বাড়ি মীরসরাই উপজেলার দক্ষিণ ভূইয়া গ্রামে। তিনি পতেঙ্গায় ডুবে যাওয়া লাইটার জাহাজ এম ভি টিটু ১৪-তে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ একরাম উল্লাহ।
উল্লেখ্য, গত ১৯ মার্চ (শনিবার) ভোরে বঙ্গোপসাগরের পতেঙ্গায় বালুবাহী ড্রেজারের ধাক্কায় ডুবে যাওয়া লাইটার জাহাজের নিখোঁজ ৪ জনের মধ্যে মো. হানিফ শেখ নামে একজনের মৃতদেহ সোমবার ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকূল থেকে উদ্ধার করা হয়। একই জায়গা থেকে মঙ্গলবার সকালে সাগরে ভেসে আসা আরেকটি লাশ উদ্ধার করা হয়। দুইটি লাশই উদ্ধার কাজে সহায়তা করেন গাউছিয়া কমিটি ভাটিয়ারী শাখার মানবিক টিম।