হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রাম হাটহাজারীতে মুদির দোকানে টিসিবির পণ্য বিক্রয়ের অভিযোগে এক মুদি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ৭নং ওয়ার্ড খলিফাপাড়া ফকিরের দোকান এলাকার মনির উদ্দিনের দোকানে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীদুল আলমের নেতৃত্বে অভিযানকালে ১৪ কেজি ডাল ও ৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহীদুল আলম।