বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রাম নগরীর হালিশহর বি-ব্লকে একটি পার্টসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৩মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে হঠাৎ এমন অগ্নিকাণ্ডে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, আগুনের সংবাদ পেয়ে ৪টি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন আগুন নিয়ন্ত্রণে এসে। তবে এতে কোনো হতাহত হয়নি বলে জানান তিনি।