ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

হিরো আলমের নামে গরুর নাম—পজিটিভলি দেখছেন হিরো আলম

হিরো আলমের নামে কোরবানির পশুর নামকরণ করার বিষয়টি পজিটিভলি দেখছেন বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পেজে হিরো আলম একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

হাটে আপনার নামে গরু উঠে বিক্রির জন্য, বিষয়টি কীভাবে দেখেন? এ প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, ‘প্রতিবারই তো হিরো আলমের নামে মানুষ গরু পালে, যারা বিক্রি করে; হিরো আলমের নামে গরুর নাম দিলে হয়তো ভালো বিক্রি হবে।’

তিনি বলেন, ‘কেউ হয়তো ভালোবেসে, শখ করেও এটা রাখে। গরুর নাম হিরো আলম, এবার ঈদে নতুন না। আগেও এমন ঘটনা ঘটেছে। তাই আমি এটা নিয়ে মন খারাপ করি না। তারা আমাকে ভালোবাসে, এজন্য আমার নামে তারা গরুর নাম রাখে।’

হিরো আলম বলেন, ‘যারা আমাকে ভালোবাসে তারা আমার নামে গরুর নাম রাখে। এটা নিয়ে আমার কোনো রাগ নাই, অভিমান নাই। হিরো আলমের নামের একটা দাম আছে। সব মিলিয়ে ক্রেতারা গরুটা কেনে।’

উল্লেখ্য, কোরবানির ঈদে ক্রেতা টানতে গরুর বিভিন্ন নামকরণ করে থাকেন বিক্রেতারা। বিভিন্ন তারকার নামে নাম রেখে হাটে তোলেন কোরবানির পশু। অনেকে আবার না কিনলেও আগ্রহ নিয়ে দেখতে যান—গত কয়েক বছর যাবত এমন চিত্রই ধরা পড়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ