বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার মধ্য বুড়িশ্চর গ্রামের বাসিন্দা ফেরদৌস আক্তারের কল পাওয়ার সাথে সাথে তার বাসায় খাদ্য সামগ্রী পৌছে দেয় উপজেলা প্রশাসন।
বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় তার বাসায় ত্রাণ সামগ্রী পৌছে দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, ফেরদৌস আক্তার কল দিয়ে জানালেন তিনি প্রতিদিন ১০০ টাকা হিসেবে কাজ করতেন একটা প্রতিষ্ঠানে। বাসায় দুই মেয়ে, এক ছেলে এবং শাশুড়ী। স্বামী মারা গেছেন আগেই। দেশে লগডাউন।তার সহায়তা প্রয়োজন, কেউ ত্রান দেয় নাই এখনো। ৩৩৩ তে কল দিয়ে ইউএনওর ফোন নাম্বার নিয়ে কল দেন। আমরা রাত সাড়ে ৮ টায় তার বাসায় ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেয়াজ, ৫ কেজি আলু এবং দুই লিটার তেল পৌছে দিই।
বাংলাধারা/এফএস/টিএম













