১ নভেম্বর ২০২৫

আনোয়ারায় বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় বন্যহাতির আক্রমণে দেবী রানী দে (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে বৈরাগ  ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেবী রানী স্থানীয় ডা. অরুন দে’র স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার  গভীর রাতে দেবী রানী প্রাকৃতিক কাজে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে হাতির সামনে পড়ে যায়। মুহুর্তেই হাতি তাঁকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গত দেড় বছর ধরে আনোয়ারার বিভিন্ন বনাঞ্চলে অবস্থান করছে দুটি বন্যহাতি। হাতি দুটি প্রতি রাতে লোকালয়ে প্রবেশ করে মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি করছে। গত দেড় বছরে হাতির আক্রমণে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। তবে হাতিগুলো  লোকালয় থেকে তাড়াতে স্থায়ী কোনো সমাধান দিতে পারছে না স্থানীয় বনবিভাগ বা প্রশাসন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, হাতির আক্রমণ থেকে লোকজনকে বাঁচাতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তারপরও মৃত্যুর  ঘটনা ঘটছে। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া  হবে। বনবিভাগের সাথে কথা বলে হতিগুলো অভয়ারণ্যে কিভাবে পাঠানো যায় সেই ব্যবস্থা  নেয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএ/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ