কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার সদরের ঈদগাঁও বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদলতের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার মুক্তারের নেতৃত্বে এ অভিযান চলে।
অভিযানকালে ডিসি সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে বসা ফলের দোকান ইলিয়াছ ফ্রুট বিতানকে পাঁচ হাজার, ওসমান ফল বিতানকে ৫ হাজার, ইলিয়াছ ফল বিতানকে ৫ হাজার, ডাক্তার এহসান ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমান করা হয়েছে।
পাশাপাশি ফুটপাতে গড়ে ওঠা এসব দোকান উচ্ছেদ করার জন্যে নির্দেশ দিয়েছেন এসিল্যান্ড।বিকাল ৩টা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













