২৯ অক্টোবর ২০২৫

কোরোনার ওষুধ আবিস্কারের গুজব না ছড়ানোর আহ্বান নওফেলের

বাংলাধারা প্রতিবেদন »  

কোরোনাভাইরাসের ওষুধ আবিস্কারে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি এ আহ্ববান জানান।

স্ট্যাটাসে তিনি লিখেন, NHK Tv’ উদ্ধৃতি দিয়ে কোরোনার ওষুধ আবিস্কারের সংবাদ দয়া করে ছড়াবেননা। এ ধরনের কোনো সংবাদ এই টিভির ওয়াবসাইটেও কেউ দেয় নাই। প্রচারিত ঔষধ গূলো শুরু থেকেই ব্যবহৃত হচ্ছে। এখন ঔষধ বেরিয়েছে গুজব শুনে কারন ছাড়া ঘর থেকে বের হওয়ার কোনো চেষ্টা যেন আমরা না করি। ভেক্সিন আর ভাইরাস আক্রমণের পরের চিকিৎসা এক বিষয় নয়। ভেক্সিন বের করার চেষ্টা চলছে। আসুন আমরা পবিত্র রজনী শব -এ- বরাতে বাসায় বসে দোয়া করি, মহান আল্লাহ যেন বিজ্ঞানীদের ভেক্সিন তৈরীর প্রচেষ্টাতে রহমত দেন। নিশ্চয়ই তিনি ধর্ম মত বর্ণ নির্বিশেষে সকলের মাবুদ, এবং আশ্রাফুল মাখলুকাত, তথা মানব জাতিকে হেফাজত করবেন। আমীন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন