খাগড়াছড়ি প্রতিনিধি »
সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণে কর্মহীন হয়ে পড়া গৃহবন্ধী অসহায় দিনমজুর খেটে খাওয়া দুঃস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার খাদ্য সহায়তা দূূর্গম পাহাড়ি জনপদে পৌঁছে দিচ্ছে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রান্সর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
পার্বত্য মন্ত্রণালয় কর্তৃক বরাদ্ধকৃত খাদ্যসামগ্রী পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে জেলার বিভিন্ন ইউনিয়নে তৃতীয়-চতুর্থ ধাপে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের দুর্গম এলাকার ৬৩৪টি পরিবারের মাঝে ১০কেজি চাল, ৫০০গ্রাম তৈল কর্মহীন অসহায় মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে প্রধান অতিথি হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. আবদুল জব্বার, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি।

এছাড়া মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন (ইউসিসির) চেয়ারম্যান মো. জাকির হোসেন বাবলু, সদর ইউনিয়ন পরিষদের সদস্য দিপার মোহন ত্রিপুরা, চন্দ্র কিরণ ত্রিপুরা, মলেন্দ্র লাল ত্রিপুরা ও অমৃত কুমার ত্রিপুরা ছাড়াও স্থানীয় হেডম্যান কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈশ্বিক মহামারী করোনার মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকেই কর্মহীন মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, সারাবিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস বর্তমানে ভয়াভয় রূপ ধারন করেছে। করোনাভাইরাস থেকে বাঁচতে সকলকে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
‘করোনা ভাইরাসের সংক্রমণে যারা খাদ্য সংকটে রয়েছেন আমরা প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরার মাধ্যমে দূর্গম এলাকায় খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। খাগড়াছড়ি আসনের স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার জন্য সকলের কাছে আর্শীবাদ ও দোয়া চেয়ে সবাইকে সাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবানও জানান তিনি।
পরে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ইউনিয়ন পরিষদের সামনে বৃক্ষরোপণ কর্মসূচীর ধারাবাহিকতায় গাছের চারা রোপন করেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













