২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে সাংবাদিক পরিচয় দেয়ার পরও লাঠিচার্জ করল পুলিশ

বাংলাধারা প্রতিবেদন »  

ছোট ভাইয়ের মোটরসাইকেলে করে রাউজানের বাড়ি থেকে নগরীর আসকারদিঘী এলাকায় কর্মস্থলে আসছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন রকি। সাংবাদিক রকির গলায় আইডি কার্ড ঝুলানো ছিল। রকি কুয়াইশ এলাকায় পৌঁছলে কনস্টেবল জাহাঙ্গীর আচমকা তার উপর চড়াও হয়ে বেধড়ক লাঠি পেটা শুরু করে। সাংবাদিক পরিচয় দেওয়ার পাশাপাশি সংবাদপত্র ছুটির আওতামুক্ত থাকার বিষয়টি জানানোর পরও কনস্টেবল জাহাঙ্গীর লাঠিচার্জ করে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে হাটহাজারীর কুয়াইশ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক নাসির উদ্দিন রকি জানান, আমার ছোট ভাইকে (এপিক হেলথ কেয়ারের স্বাস্থ্যকর্মী) নিয়ে মোটরসাইকেলে করে রাউজানের বাড়ি থেকে নগরের আসকারদিঘী এলাকায় কর্মস্থল যুগান্তরের ব্যুরো অফিসে আসছিলাম। আমি ও আমার ভাইয়ের গলায় আইডি কার্ড ঝুলানো ছিল। আমাদের মোটরসাইকেল কুয়াইশ এলাকায় পৌঁছলে কনস্টেবল জাহাঙ্গীর আচমকা আমাদের উপর চড়াও হয়ে বেধড়ক লাঠি পেটা শুরু করে। সাংবাদিক পরিচয় দেওয়ার পাশাপাশি সংবাদপত্র ছুটির আওতামুক্ত থাকার বিষয়টি জানানোর পরও কনস্টেবল জাহাঙ্গীর লাঠিচার্জ করে। পরে বিষয়টি আমি চট্টগ্রাম পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও হাটহাজারী থানার ওসিকে জানাই। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

হাটহাজারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, সাংবাদিক পরিচয় না জানার কারণে ঘটনাটি ঘটেছে। বিষয়টি ঘটনাস্থলেই সমাধান হয়ে গেছে। উনার (সাংবাদিক নাসির উদ্দিন রকি) সঙ্গে আমার কথা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন