চবি প্রতিনিধি »
বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রতিরোধে দিনমজুর, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন মহল।
‘দূরে থেকে পাশে দাড়াই, অনাহারীর আহার যোগাই’ স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের উদ্যোগে দিনমজুরদের মধ্যে বিতরণ করছে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যসামগ্রী।
মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আশপাশে ২০০ জন দরিদ্র, দিনমজুর, শ্রমিক, রিকশাওয়ালাদের এসব নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করেন তারা। এর মধ্যে রয়েছে ৩ কেজি চাল, ৬০০ গ্রাম ডাল, ২কেজি আলু, ২পাতা নাপা, ৪টা স্যালাইন এবং দুইটা সাবান।
‘প্রজেক্ট হ্যাপিনেস’ দ্বিতীয় বারের মত এই কর্মসূচি পালন করেন। এর আগে গত ২৫ মার্চ চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট, জিইসি, লালখান বাজার ও টাইগারপাস এলাকা বিতরণ করা হয়।
ওইদিন ২৫০ পরিবারকে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করার সময় উপস্থিত ছিলেন ব্যাংকিং এবং ইন্সুইরেন্স বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক ও বিভাগের শিক্ষার্থীরা।
বিভাগের প্রভাষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রিফাত রহমান বলেন, দেশের এমন সংকটকালে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় আমরা প্রথম ধাপে ২৫০টি পরিবারকে সহযোগিতা করেছি। আজকে (মঙ্গলবার) ক্যাম্পাসের আশপাশে ২০০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়। যতদিন এ সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না ততদিন আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













