২৯ অক্টোবর ২০২৫

ছাপা বন্ধ করে অনলাইন চালু করলো ৬০টি সংবাদপত্র

বাংলাধারা ডেস্ক »

পৃথিবীতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব পড়েছে সংবাদপত্রেও। আক্রান্ত দেশগুলোর অনেক দেশে বন্ধ হয়ে গেছে অনেক সংবাদপত্র। এই অবস্থার ব্যতিক্রম নয় অস্ট্রেলিয়াও। দেশটিতে ৬০টি সংবাদপত্রের ছাপা বন্ধ করে কেবল অনলাইন সংস্করণ চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ান মিডিয়া গ্রুপ নিউজ করপোরেশন বলছে, তারা আঞ্চলিক (রুপার্ট মারডকের) ৬০টি সংবাদপত্রের ছাপা বন্ধ করে দেবে। কোভিড-১৯ পরিস্থিতির ক্রমাবনতিতে এই খাত নতুন সংকটের মুখে পড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যদিও এর আগেই অস্ট্রেলিয়ান অনেক মিডিয়া গ্রুপ প্রিন্ট সংস্করণ বন্ধ করে অনলাইনে চলে গেছে। বুধবার (১ এপ্রিল) নিউজ করপোরেশন জানায়, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড এবং সাউথ অস্ট্রেলিয়ার পত্রিকাগুলো ছাপা সংস্করণ বন্ধ করে অনলাইনে যাবে।

অস্ট্রেলিয়ায় নিউজ করপোরেশনের নির্বাহী চেয়ারম্যান মিশেল মিলার অস্ট্রেলিয়ায় গ্রুপের পত্রিকাগুলোর নাম উল্লেখ করে বলেন, এই সিদ্ধান্ত আমরা হালকাভাবে নিইনি। করোনাভাইরাস অর্থনীতির ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করেছে। আমরা যথাসম্ভব অনেক চাকরি রক্ষায় সবকিছুই করব।

তিনি বলেন, করোনাভাইরাসে জরুরি পরিস্থিতির কারণে রিয়াল স্টেট অ্যাকশন ও তদারকি এবং বিভিন্ন রেস্তোরাঁ ও ভেন্যু বন্ধ করে দেয়ায় বিজ্ঞাপনের আয় কমে যাওয়ায় আমাদের কমিউনিটি প্রিন্টিং এডিসন স্থগিত করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন