বাংলাধারা প্রতিবেদন »
নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নতুন করে করোনা ইউনিটে ১০ শয্যার আইসিইউ শয্যা সংযোজন করা হয়েছে। ভয়াবহ করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় না রেখে দল বল নিয়ে তা পরিদর্শনে গেলেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
রোববার (২৬ এপ্রিল) সকালে হাসপাতালটির কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মেয়র বলেন, নগরের কোনো মানুষ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। করোনা ভাইরাসে আক্রান্তরা জেনারেল হাসপাতালের আইসোলেশ ইউনিট থেকে সব চিকিৎসাসেবা পাবেন।
মেয়র বলেন, মানুষই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ মানুষ না থাকলে সব উপাদানই অর্থহীন। মানবসম্পদ বিহীন কোনো কিছুই কল্পনা করা যায় না। তাই এ মুহূর্তে মানুষের জীবন বাঁচানোটাই মুখ্য। আসুন স্বাস্থ্য বিধি মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখি, নিজে বাঁচি, প্রতিবেশীকে বাঁচাই এবং দেশের জনমানবকে বাঁচাই।
পরিদর্শনকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ, বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, সিনিয়র মেডিক্যাল কনসালটেন্ট ডা. আবদুর রউফ, কনসালটেন্ট রাজদ্বীপ বিশ্বাস, ডা. আবুল হোসেন, ডা. সমীর কুমার নাথ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম













