২৯ অক্টোবর ২০২৫

জেলা প্রশাসনের অভিযান : ৭৪ টি মামলা, জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »  

করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা প্রতিপালন,বাজার মনিটরিং, স্বপ্রণোদিত লকডাউনের আড়ালে অননুমোদিত দোকান বন্ধ রাখা, আড্ডা বন্ধ ও এমএস চাল বিক্রিতে নিরাপদ দূরত্ব বজায় রাখা, সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ ইত্যাদির মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে ছিলো চট্টগ্রাম জেলা প্রশাসন।

আজ ১৮ (এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এক মোবাইল কোর্ট পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমান আদালতে ৭৪ টি মামলায় ১ লাখ ৮হাজার ৬০০শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কায়সার খসরু মোবাইল কোর্ট পরিচালনা করেন পাঁচলাইশ, খুলশী ও বায়েজিদ এলাকায়।

তিনি জানান, “বাজারসহ যেখানে লোকসমাগম বেশি সেখানে মাইকিং করা হয় এবং সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। সামাজিক দুরত্ব মেনে চলার জন্য মানুষকে সচেতন করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন