বাংলাধারা প্রতিবেদন »
নগরীর ১৫নং বাগমনিরাম ওয়ার্ডে গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে নগর যুবলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) অসহায় মানুষের হাতে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
শিক্ষা উপমন্ত্রী বলেন, আমরা এখন একটি সংকটময় সময় অতিক্রম করছি। এটি একটি বৈশ্বিক সমস্যা। আমাদের ঘাবড়ে গেলে চলবে না, দৃঢ় মনোবল নিয়ে, সচেতনতার সাথে এ সংকট মোকাবেলা করতে হবে।
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, জননেত্রী শেখ হাসিনা এ সংকট মোকাবেলায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি নিয়মিত সবকিছুর খোঁজ-খবর রাখছেন। আপনারা প্রত্যেকে সচেতন থাকুন, নিরাপদে থাকুন। সরকারের উপর আস্থা রাখুন।
এসময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আওয়ামী যুবলীগ নেতা আরিফুল ইসলাম মাসুম।
চট্টগ্রামের বাসিন্দাদের করোনা ঝুঁকিমুক্ত করতে নগর যুবলীগ এমন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান যুবলীগ নেতৃবৃন্দ।
এর আগে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল দুপুরে নগরীর আন্দরকিল্লায় জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি নগরবাসীর সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যা যা করা দরকার সে বিষয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













