বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বায়েজিদের ৬ নম্বর ওয়াজেদিয়া মাদ্রাসা এলাকায় অগ্নিকান্ডে দুই বসতঘরে পুড়ে গেছে। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, দুইজন মালিকের একটি কাঁচা বসতঘর ও একটি পাকা বসতঘরে চুলা থেকে আগুন লাগে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাধারা/এফএস/টিএম












