২৯ অক্টোবর ২০২৫

নগরীতে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন নওফেল

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডে ‘তাহের নাহার ফাউন্ডেশন’ এর উদ্যোগে গরীব, দু:খী, অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাবার বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) অসহায় মানুষের হাতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষা উপমন্ত্রী বলেন, আমরা এখন একটি সংকটময় সময় অতিক্রম করছি। এটি একটি বৈশ্বিক সমস্যা। আমাদের ঘাবড়ে গেলে চলবে না, দৃঢ় মনোবল নিয়ে, সচেতনতার সাথে এ সংকট মোকাবেলা করতে হবে। জননেত্রী শেখ হাসিনা এ সংকট মোকাবেলায় সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি নিয়মিত সবকিছুর খোঁজ-খবর রাখছেন। আপনারা প্রত্যেকে সচেতন থাকুন, নিরাপদে থাকুন। সরকারের উপর আস্থা রাখুন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন