বাংলাধারা প্রতিবেদন »
নগরীর মাদারবাড়িতে বস্তিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে চারটি বস্তির কয়েকশ ঘর।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকার বস্তিতে আগুন লাগে। তবে সে আগুন এখন তাদের নিয়ন্ত্রণে।
জানা যায়, আগুনে চারটি বস্তি পুড়ে গেছে। সেগুলো হলো-কাঁচারি লেইন বস্তি, এসআরবি বড় মাঠ বস্তি, এসআরবি ছোট মাঠ বস্তি ও রেললাইন বস্তি। ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১৫টি গাড়ি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বস্তির সবগুলো ঘরই কাঁচা, তাই এখনও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব হাতে আসেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানানো যাবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













