বাংলাধারা প্রতিবেদন »
নগরীর আগ্রাবাদ এলাকায় ফ্রাঙ্ক গার্মেন্টস নামক একটি প্রতিষ্ঠান বকেয়া বেতন পরিশোধ না করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
শনিবার (১৮ এপ্রিল) নগরীর আগ্রাবাদ মোড় এলাকায় সড়ক অবরোধ করে এসব শ্রমিকরা।
তারা জানান, ঠিক সময়ে আমাদের বেতন পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ সরকারের সিদ্ধান্ত অমান্য করে আমাদের বেতন আটকে রেখেছে। আমরা এখনও বাসা ভাড়া দিতে পারিনি। বাকী দোকানদার টাকার জন্য বার বার বলছে। এমন অবস্থায় আমরা কোথায় যাবো ? আমাদের ছেলেমেয়েরা তো খাবারের অভাবে না খেয়ে মারা যাবে।
বাংলাধারা/এফএস/টিএম













