২৯ অক্টোবর ২০২৫

নগরীতে বিনামূল্যে সবজি বিতরণ করেছে ছাত্রলীগ

বাংলাধারা প্রতিবেদন »  

করোনা নামক এক ভয়ংকর ভাইরাসের থাবায় থমকে আছে পুরো বিশ্ব। বাংলাদেশও এই করোনা ভাইরাসের মহামারি শুরু হয়ে গেছে। এই মহামারীতে মারাত্মক ভাবে বিপদে পড়েছে সমাজের নিম্ন আয়ের মানুষগুলো। সমাজের এই শ্রেণীর মানুষগুলোর জন্য সরকারের বিভিন্ন সহযোগিতার পাশাপাশি বিভিন্ন মহল থেকেও অনেকে এগিয়ে আসার চেষ্টা করছে।

তারই ধারাবাহিকতায় নগরীর কোতোয়ালী থানার ২০নং দেওয়ান বাজার এলাকায় বিনামূল্যে বিভিন্ন সবজি নিয়ে ছুটে বেড়াচ্ছে কিছু ছাত্রলীগ নেতা কর্মী। যে কোন তিনটা পণ্য প্যাকেট করে করে বিতরণ করে যাচ্ছে এই আয়োজকেরা।

এই আয়োজনের উদ্যেক্তা বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক উপ শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক ছাত্র নেতা শাহাদাত সালাম শাওন জানান- “চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায়, অনেক শ্রদ্ধেয় নেতা ও বিভিন্ন মহলও সরকারের পাশাপাশি সামাজের নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াচ্ছে। কিন্ত আমাদের ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে অলি গলিতে থাকা কিছু বিপাকে পড়া লোক এখনও তেমন কোন সহযোগিতা পায়নি। তাই আমরা তাদের কথা চিন্তা করে কিছু ছাত্রলীগের ভাইদের সাথে নিয়ে এই আয়োজন করলাম।”

এ সময় উপস্থিত ছিলেন ওমর গণি এম.ই.এস. বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ কর্মী সৌরভ ধর, ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড ছাত্রলীগের প্রতিনিধি সুভ্র সেন, মোঃ রাসেল, মোঃ রিদয়, মোঃ মিফতা, মোঃ মামুন, মোঃ ইকবাল, মোঃ সাকিব প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন