২৯ অক্টোবর ২০২৫

নগরীতে রেলওয়ে পূর্বাঞ্চলের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন »   

নগরীতে রেলওয়ে পূর্বাঞ্চলের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল চারটায় ওয়ারলেস ৭ নম্বর রোডের রেলওয়ের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, ওই কর্মচারীর নাম এমদাদুল হক চৌধুরী। তার নিজ বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট এলাকায়। এমদাদ পূর্বাঞ্চলের ট্রেড এপ্রেন্টিসেস হিসেবে কর্মরত ছিলেন।

খুলশী থানার উপ-পরিদর্শক খাজা এনাম এলাহী বলেন, রেলওয়ের একটি বাসায় এনাম সাবলেট হিসেবে থাকতেন। তার শয়নকক্ষে সিলিং এর সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন