বাংলাধারা প্রতিবেদন »
নগরীর শুলকবহর এলাকায় অসহায় ও নিম্ন মধ্যবিত্তদের ১০০ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে তিনি এসব ইফতারসামগ্রী বিতরণ করেন।
রেজাউল করিম চৌধুরী বলেন, করোনা মহামারির কারণে ঘরবন্দি হয়ে থাকা অনেক মানুষের আয় রোজগার বন্ধ। তারপরও মাহে রমজানের আনন্দ সবাইকে ভাগাভাগি করে নিতে হবে। রমজানে রোজা রেখে যাতে এলাকাবাসী ভালভাবে ইফতার করতে পারে সেজন্য আমার পক্ষ থেকে এই উদ্যোগ চালু থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, একে গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, পূর্ব শুলকবহর মহল্লা কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম আকাশ, আরাকান হাউজিং সোসাইটির সভাপতি এস এম ওয়াজেদ, সাধারণ সম্পাদক এরশাদউল্লাহ চৌধুরী মুন্না, বহদ্দারহাট-বাদুরতলা ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল আলম, সিনিয়র সভাপতি মোজাম্মেল হক, আবু সাদাত মোহাম্মদ সায়েম, হুমায়ুন কবির রুবেল, মোঃ কামরুল হাসান, রেজাউল করিম খোকন প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম













