২৯ অক্টোবর ২০২৫

নির্ধারিত তারিখেই নির্বাচন হয়ে গেলে ভালো হয় : রেজাউল

বাংলাধারা প্রতিবেদন »  

নির্বাচন কমিশন যে তারিখ নির্ধারণ করেছে সে তারিখেই নির্বাচন হয়ে গেলে ভালো হয়। নির্বাচনে সুন্দর পরিবেশ বজায় রয়েছে। করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন প্রয়োজন আছে বলে আমি মনে করিনা।

শনিবার (১৪ মার্চ) রাত ৮টায় চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে মেয়র প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ নিয়ে নির্বাচন পিছিয়ে দেয়ার যৌক্তিকতা আছে বলে আমি মনে করিনা।

জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের যুগ্মসচিব ফরহাদ আহমেদ খান, সিএমপির উপ-কমিশনার (সিটি এসবি) আবদুল ওয়ারিশ, চসিক নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন খান।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন