২৯ অক্টোবর ২০২৫

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে বিজিএমইএ’র চিঠি

বাংলাধারা প্রতিবেদন »  

করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক শিল্পকে বাঁচিয়ে রাখতে চট্টগ্রাম বন্দরের সকল চার্জ ও ডেমারেজ চার্জ মওকুফের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে বিজিএমইএ।

বুধবার (১ এপ্রিল) বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে এ বিষয়ে একটি চিঠি পাঠান।

চিঠিতে তিনি উল্লেখ করেন, করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশের তৈরি পোশাক খাতে চরম বিপর্যয় নেমে এসেছে, বন্ধ হচ্ছে কারখানা। প্রাপ্ত তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১ হাজার ৬৫০ টি পোশাক শিল্প কারখানার ৩ দশমিক ২২ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের রপ্তানি আদেশ বাতিল হয়। পোশাক শিল্পের কারখানা চালু রাখা, মজুরী প্রদান সহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন।

তিনি চিঠিতে আরো বলেন, পোশাক শিল্পের এই বিপর্যস্ত অবস্থা দীর্ঘস্থায়ী হলে তা কাটিয়ে উঠা অত্যন্ত দুরুহ হবে। তাই এ শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে আমদানিকৃত চালান খালাসে ফ্রি টাইম পরবর্তীতে বন্দরের প্রযোজ্য সকল চার্জ ও ডেমারেজ চার্জ মওকুফ করা অত্যন্ত জরুরি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন