২৭ অক্টোবর ২০২৫

প্রায় ৪ মাস পর করোনায় মৃত্যু দেখল চট্টগ্রাম

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে ৩ মাস ২৩ দিন পর গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। এর আগে ২০ জুলাই করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছিল। এদিন নতুন করে এ রোগ শনাক্ত হয়েছে ৩ জনের দেহে।

রবিবার (১৩ নভেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনের তথ্য্যানুযায়ী, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন নগরের এবং দুজন উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত ৪ দশমিক ৫৪ শতাংশ। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।

এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। ওই পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল প্রথম কারও মৃত্যু হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৯২ জনে। মোট মারা গেছেন ১ হাজার ৩৬৮ জন।

আরও পড়ুন