২৭ অক্টোবর ২০২৫

প্রেমের বিয়ের পর সংসারে মনমানিল্য, স্ত্রীর ঘাড় মটকে মারল স্বামী

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের হাটহাজারীতে গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী মোজাম্মেল হোসেনকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) ৭। শনিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

গ্রেফতার মোজাম্মেল হোসেন চট্টগ্রামের সাতকানিয়া থানার কেউচিয়া গ্রামের সিদ্দিক আহমেদের ছেলে।

মো. নূরুল আবছার জানান, ২ বছর আগে ভিকটিমের সঙ্গে মোজাম্মেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পরিবারের লোকজনকে না জানিয়ে তারা বিয়ে করে চট্টগ্রাম শহরে একটি ভাড়া বাসায় বসবাস করতে থাকে। পরে স্বামীর সঙ্গে মনোমালিন্য হলে ভিকটিম তার ভাইয়ের বাসায় ফিরে যায়। পরে আর কোনো খারাপ আচরণ করবে না, এমন আশ্বাস দিয়ে ভিকটিমকে ফিরিয়ে নেয় মোজাম্মেল।

ভিকটিম বাসায় আসার পর থেকে আবারও মনোমালিন্য ও ঝগড়া হয়। গত ২০ জুলাই সকালে  ঝগড়ার এক পর্যায়ে মোজাম্মেল ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘাড় মটকিয়ে দেয়। পরে মরদেহ বাসায় ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মোজাম্মেলকে গ্রেফতার করে র‍্যাব।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন