২৯ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে দুঃস্থদের মাঝে জ্যোতি ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ

বাংলাধারা প্রতিবেদন »

বর্তমান বিশ্বব্যাপী করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে বিশ্ব মানবের এ দুর্যোগময় পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফটিকছড়ির বিভিন্ন ইউনিটের দরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) মাইজভাণ্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদ’র ব্যবস্থাপনায় এ খাদ্যসামগ্রী ও অর্থ প্রদান করা হয়।

ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি পৌরসভা, পাইন্দং সুন্দরপুর ইউনিট ও মির্জারহাট-নারায়ণহাট ইউনিটের আওতাধীন সর্বমোট ২০০ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

এ উপলক্ষে ফটিকছড়ি করোনেশন হাই স্কুল মাঠে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, জ্যোতির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, উপদেষ্টা এনামুল হুদা, আবু সাহাদাত সায়েম সুমন, সমাজ সেবক মওলানা ফজলুল হকসহ জ্যোতির কেন্দ্রীয় সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সম্পাদকমণ্ডলীসহ জ্যোতির ইউনিটের কর্মকর্তাবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব বলেন, মাইজভাণ্ডার দরবারের সাজ্জাদানশীন, বিশ্বঅলির স্থলাভিষিক্ত মওলা হুজুর হযরত সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.) বর্তমান সময়ে দেশব্যাপী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারই একটি অংশ হিসেবে জ্যোতির ফোরামের আজকের এ কর্মসূচি।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য সকলকে সর্বদা সচেতন ও নিরাপদ থাকার আহ্বান জানান। জ্যোতি ফোরামের সর্বাঙ্গীণ সফলতা কামনাও করেন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন