বাংলাধারা প্রতিবেদন »
নাভানা গ্রুপের সহায়তায় ও ডা. বিদ্যুৎ বড়ুয়ার উদ্যোগে চট্টগ্রামের সীতাকুন্ডে ৪০টি বেড এবং ভেন্টিলেটর সুবিধা নিয়ে গত মঙ্গলবার (২১ এপ্রিল) যাত্রা শুরু করে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল। নানা উপসর্গ নিয়ে রোগীরা এখানে আসছেন। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা তাদের দেখভাল করছেন পরম মমতায়।
প্রশাসনের সার্বিক সহযোগিতায় হাসপাতাল নির্মাণ করতে সময় লেগেছে ১৫ দিন।
জানা গেছে, প্রাথমিকভাবে ১০ সদস্যের একটি চিকিৎসক টিম গঠন করা হয়েছে। এই টিমের সঙ্গে পাঁচজন নার্স ও তিনজন চিকিৎসা সহকারী কাজ করছেন। এর পাশাপাশি আরো পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক সহায়তা করছেন।
ডা. বিদ্যুৎ বড়ুয়া জানান, আতংক ও ভয় দুই বিষয়। আতংকিত হলে মানসিক চাপ বাড়ে অধিক। তখনই ভুল করে। অমনোযোগিতায় আরো বেশি ভুল হয়। আর ভয় পেলে মানুষ সতর্ক থাকে, সচেতন থাকে। ভুলও কম হওয়ার সম্ভাবনা থাকে। ফিল্ড হাসপাতালে যারা কাজ করছি তারা কেউ ভীত নই, আতংকিতও নই। কিন্তু খুব বেশি সতর্ক। সুরক্ষিত ড্রেস নিশ্চিত করেই ভয়কে জয় করে কাজ করছি।
বাংলাধারা/এফএস/টিএম













