২৯ অক্টোবর ২০২৫

বাকলিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শুভ যাত্রা

বাংলাধারা প্রতিবেদন »

ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে নগরীতে বাকলিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শুভ সূচনা করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) নগরীর কালামিয়া বাজার মুছা সওদাগর মাঠে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আহমেদ ইলিয়াছ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল মোনাফ, রিতাফ উদ্দীন বাবু, মোহাম্মদ ইউছুফসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উদ্বোধনী শেষে দিনব্যাপি এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি ১৩০ জন রোগীকে দেয়া হয় ফ্রি ঔষধ।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি আহমেদ ইলিয়াছ বলেন, বাকলিয়ার তরুণ ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, আইনজীবী, ব্যাংকারসহ বিভিন্ন পেশাজীবী সম্মিলিতভাবে নিজেদের অর্থায়নে বাকলিয়া আর্থ-সামাজিক উন্নয়নের জন্য গঠন করে এ সংগঠন। প্রাথমিকভাবে তারা বৃহত্তর বাকলিয়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্ন বাকলিয়া করতে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন