৩০ অক্টোবর ২০২৫

বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের চকরিয়ায় পিকনিকের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে চকরিয়ার উত্তর হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রিদুয়ান, আবু বক্কর, মহিউদ্দিন ও জয়নাল আবেদীন। নিহতদের সকলে পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।

চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মাহবুবুল হক জানান, কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে যাওয়া একটি পিকনিকের বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে অবস্থান করা চারজন নিহত হয়েছেন এবং পিকনিক বাসের অন্তত ৬ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন