১ নভেম্বর ২০২৫

মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ

বাংলাধারা ডেস্ক »

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, মধুর ক্যান্টিনের সামনে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। কলা ভবনের ছয় তলা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে বলে অনেকে দাবি করেছেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। যে চক্র এর সঙ্গে জড়িত তাদের বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ