২৯ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ১৫০ সিএনজি চালককে খাদ্য সহায়তা প্রদান

মিরসরাই প্রতিনিধি »

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে যাওয়া ১৫০ সিএনজি-অটোরিক্সা চালককে মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব, বারইয়ারহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, ইউপি সদস্য আলা উদ্দিন, নওশের উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ আরজু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, আওয়ামী লীগ নেতা এস এম সেলিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস খান, যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন মানিক, উপজেলা ছাত্রলীগের সমাজ সেবা বিষয়ক সম্পাদক কামরুল হাসান টিটু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান, ছাত্রলীগ নেতা নাজিমুল হক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিইসহ স্বাস্থ্য সরঞ্জাম, বিভিন্ন ইউনিয়নে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন