২৯ অক্টোবর ২০২৫

রমজানের সামগ্রী নিয়ে ৩০০ মধ্যবিত্ত পরিবারের পাশে ‘বাংলাধারা’

বাংলাধারা প্রতিবেদন »  

বন্দরনগরী চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাধারা’র পক্ষ থেকে নগরীর ৩০০ মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে রমজানের সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। ‘বাংলাধারা’র চেয়ারম্যান আবদুস সবুর লিটনের সার্বিক তত্ত্বাবধানে এটি সম্পন্ন হয়েছে।

আবদুস সবুর লিটন বলেন, দেশ এখন একটি সংকটময় সময় অতিক্রম করছে। আমাদের জনসাধারণ আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করছেন। সবাই এখন ঘরবন্দি। অনেকের ঘরে এতদিন যা কিছু খাবারের ব্যবস্থা ছিল তা এখন ফুরিয়ে আসার সময় হয়েছে। তাই সবদিক বিবেচনা করে নগরীর ৩০০ মধ্যবিত্ত পরিবারকে রমজানের সামগ্রী দেয়া হয়েছে।

লিটন আরও বলেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক দোয়া করি। এখন রমজান মাস চলছে। সবাইকে আল্লাহ পাকের কাছে এই সংকটময় অবস্থা থেকে মুক্তির জন্য দোয়া চাওয়ার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, আবদুস সবুর লিটন ২৫ নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক ও সাবেক সফল কাউন্সিলর। এর আগে তিনি ২৫ নং রামপুর ওয়ার্ডের ৮ হাজার পরিবারের মাঝে প্রথম দফায় ইফতার ও ত্রানসামগ্রী বিতরণ করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন