১ নভেম্বর ২০২৫

রসিকতা করে আলোচনায় ক্রিকেটার নাসির হোসেন

বাংলাধারা ডেস্ক »

ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে সমালোচনায় পড়েছেন ক্রিকেটার নাসির হোসেন। মজা করতে গিয়েই মনে হয় সমালোচনায় পড়তে হলো এ ক্রিকেটারকে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন নাসির। সে ছবিতে দেখা যায়- এক বৃদ্ধ নারীর সঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবিটি খুব সুন্দর হলেও আলোচনার টেবিলে জায়গা করে নেয় ছবিটির ক্যাপশনের কারণে।

রসিকতা করে নাসির ওই ছবির ক্যাপশন দেন এভাবে, ‘আমার কিউট বেবির সঙ্গে। লাভ ইউ’। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় ট্রল।

প্রসঙ্গত, ২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ক্রিকেটে নাম লেখান নাসির। সে থেকে দেশের হয়ে খেলেছেন ৬৫ ওয়ানডে ম্যাচ। লম্বা এই সময়ে করেছেন ১২৮১ রান। পাশাপাশি দলের প্রয়োজনে নিয়েছেন ২৪ উইকেটও।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ