২৯ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বাংলাধারা প্রতিবেদন »

রাঙ্গুনিয়া উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে ২য় ধাপে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পদুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ১৫০ জনকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

রাঙ্গুনিয়া উপজেলার ১০নং পদুয়া ইউনিয়নের হরিহর (জাকোয়ার ঠিলা), (হরিহর পশ্চিম পাড়া) এলাকায় ২য় ধাপে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ছোলা, তেল, ডাল, আলু, চিনি বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মো. আরিফুল ইসলাম।

মো. আরিফুল ইসলাম বলেন, আমার চাচা প্রবাসী হোসাইন আহমেদের আর্থিক সহায়তায় বিভিন্ন এলাকায় কর্মহীন ও হতদরিদ্র ১৫০ পরিবারের মাঝে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি। চলমান সঙ্কটে পবিত্র রমজানে যেন মানুষ কষ্ট না পায় সেজন্য আমাদের পারিবারিক সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই চেষ্টা করছি।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম উদ্দিন, পদুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবদুল আজিজ, ওবায়দুল হক জাহেদ,আব্দুল আজিজ, রায়হান উদ্দিন, তকিব উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে করোনা সচেতনা লিফলেট, মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার, ফ্রি সবজি বাজারসহ নানাধরনের ত্রাণ বিতরণের কর্মসূচি হাতে নেয়ে ছাত্রনেতা আরিফের পরিবার।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন