২৭ অক্টোবর ২০২৫

‘রাসেল সিন্ডিকেট’র প্রধানসহ চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট আরকান রোড এলাকায় অভিযান চালিয়ে চোরাই গাড়ি ছিনতাই চক্রের প্রধানসহ তিনজকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

রোববার (২৬ জুন) নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট আরকান রোড এলাকার পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলো— সীতাকুণ্ড থানার ছোট কুমিরা গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে বেলাল (২৩), সীতাকুণ্ড থানার উত্তর ফেদায় নগর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. সোহেল (২৪) এবং হবিগঞ্জ জেলার আব্দুল জলিলের ছেলে মো. রাসেল (২৬)।

বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, গত ১০ জুন বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ ২নং ওয়ার্ডে কাসেম ভবন সংলগ্ন মাহাবুব কলোনীর থেকে আবদুল ওয়াজেদ নামক এক সিএনজি ব্যবসায়ীর ১টি সিএনজি হারিয়ে যায়। পরবর্তীতে সিএনজি’র কোন সন্ধান না পেয়ে ভুক্তভোগী আবদুল ওয়াজেদ গত ১১ জুন নগরের বায়েজিদ বোস্তামী থানায় সিএনজি হারানো সাংক্রান্তে একটি অভিযোগ দায়ের করে।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর পরস্পরের সহায়তায় বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ মাহাবুব কলোনীর সামনে পাকা রাস্তার পাশ থেকে সিএনজিটি চুরি করেছে বলে স্বীকার করেছে। আটকদের ও উদ্ধার সিএনজি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আরও পড়ুন