বাংলাধারা প্রতিবেদন »
‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদশে’ এ স্লোগানকে সামনে রেখে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নগরীর রেডিসন ব্লুতে চার দিনব্যাপি ১৩তম ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২০’ শুরু হচ্ছে।
রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি থাকবেন নূরুন্নবী চৌধুরী (শাওন) এমপি, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সিডিএ চেয়ারম্যান আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চট্টগ্রাম ক্লাব অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী এ তথ্য জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, চট্টগাম এলাকার আবাসন ব্যবসায়ীদের সর্বোপরি চট্টগ্রাম অঞ্চলের আবাসন খাতকে পরিপূর্ণরূপে সহায়তা দিতে ২০০৬ সালের অক্টোবরে কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম রিহ্যাব জোনাল অফিসের। এরপর থেকে বন্দরনগরী চট্টগ্রামবাসীর জন্য নান্দনিক ও পরিকল্পিত নগরায়ন রূপান্তরের পাশাপাশি নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে রিহ্যাব।
আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, বাংলাদেশ আজ অবকাঠামোগত দিক দিয়েও সমৃদ্ধির পথে। আর অবকাঠামোগত সমৃদ্ধির ক্ষেত্রে সরকারের বড় সহযোগী হিসেবে কাজ করেছে আবাসন শিল্পের একমাত্র প্রতিষ্ঠান রিহ্যাব। সকলের সম্মিলিত প্রচষ্টায় আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও পরিকল্পিত বাসযোগ্য নগরী গড়ে তোলাই হচ্ছে রিহ্যাবের অন্যতম লক্ষ্য। প্রকৃতি কন্যা চট্টগ্রামকে সবুজ নিরাপদ পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সবসময়ই দৃঢ় প্রত্যয়ী।
তিনি বলেন, রিহ্যাব আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপি ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২০’র আয়োজন করেছে। এবারের ফেয়ারে ৭৩টি স্টল থাকছে। ফেয়ারে আমরা আর্থিক প্রতিষ্ঠান ও বিল্ডিং ম্যাটেরিয়ালসসহ কয়েকটি লিংকেজ প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পেরেছি।
তিনি বলেন, এ ফেয়ারে প্রথমবারের মত গোল্ড স্পন্সর হিসেবে ২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। কো-স্পন্সর হিসাবে অংশগ্রহণ করছে ১৮টি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ৬টি, বিল্ডিং ম্যাটেরিয়ালস ১৪টিসহ সর্বমোট ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করবে।
এবারের মেলা উদ্বোধনী অধিবেশনে শিশুদের বিশেষ চাহিদা পূরণের জন্য আর্থিক অনুদান প্রদান করা হবে। মেলায় প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা, দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে। আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার। দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল অপরটি মাল্টিপল। সিঙ্গেল প্রবেশমূল্য ৫০ টাকা আর মাল্টিপল প্রবেশমূল্য ১০০ টাাকা। মাল্টিপল টিকিট দিয়ে দর্শনার্থী মেলার সময় দর্শনার্থীরা ৪ বার প্রবেশ করতে পারবেন।
‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২০’কে কেন্দ্র করে আগামীকাল ৫ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টায় এম এ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে এক বর্ণাঢ্য সাইকেল র্যালি শুরু হবে। ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) কোমলমতি শিশুদের সৃজনশীল মেধা বিকাশের জন্য ২য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ‘ক’ শাখায় ‘লাল সবুজের বাংলাদেশ’ এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ‘খ’ শাখায় ‘তর্জনীতে স্বাধীনতা’ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় সর্বমোট ১০ জন বিজয়ী শিশুকে পরুস্কৃত করা হবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মেলায় প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













