বাংলাধারা প্রতিবেদন »
লা লিগার ম্যাচে লেভান্তের বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা।রোববার(২ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে লেভান্তেকে ২-১ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন আনসু ফাতি। লিওনেল মেসি বানিয়ে দেয়া বলে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নিতে ভুল করেন নি তিনি।
ম্যাচের শুরু থেকে লেভান্তের রক্ষণ ব্যতিব্যস্ত করে রাখেন মেসি-ফাতি-গ্রিজম্যানরা। বেশকিছু প্রচেষ্টা শুরুতে ব্যর্থ হওয়ার পর ৩০তম মিনিটে মেসির বানিয়ে দেয়া বলে গোল করেন ফাতি। ঠিক এক মিনিট পরেই ফের মেসির অ্যাসিস্টে দ্বিতীয় গোল তিনি। ফলে প্রথমার্ধে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় বার্সা।
দ্বিতীয়ার্ধে মেসির গোল মিসের সঙ্গে যুক্ত হয় ৬৫তম মিনিটে জেরার্ড পিকে আর জর্দি আলবার হলুদ কার্ড।বার্সা অধিনায়ক গোলমুখে কয়েকটি দুর্বল শট যেমন নিয়েছেন, তেমনি একা পেয়েও সরাসরি গোলরক্ষক বরাবর শটও নিয়েছেন।
আর সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে লেভান্তে। কাঙ্ক্ষিত গোলও পায় সফরকারীরা। কিন্তু রুবেন রচিনার গোলটি বড্ড দেরিতে আসে। ততক্ষণে যোগ করা সময়ও শেষের পথে। যদিও সেই গোল পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া বার্সার জন্য কোনো সমস্যা বাড়াতে পারেনি ।
জয়ে স্প্যানিশ টেবিলের শীর্ষে থাকা জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের সঙ্গে কিকে সেঁতিয়েনের বার্সার দূরত্ব কমে দাঁড়াল ৩ পয়েন্টে। ২২ ম্যাচে ৪৯ পয়েন্টে শীর্ষে আছে রিয়াল, আর ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বার্সেলোনা।
এদিকে, সেরি আ-তে ফিওরেন্তিনাকে ৩-০ গোলে হারিয়েছে ইয়ুভেন্তাস। পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আলিয়েঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোল করে স্বাগতিকরা। ম্যাচ শেষের দশ মিনিটে জোড়া ধাক্কা খায় ফিওরেন্তিনা। পেনাল্টি থেকে জোড়া পূর্ণ করেন সিআর সেভেন।এরপর ব্যবধান বাড়িয়েছেন ডি লিট।এক ম্যাচ বেশি খেলে লাৎসিওর চেয়ে ৫ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ইয়ুভেন্তাস।
বাংলাধারা/এফএস/টিএম













