১ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম বন্দরে সুতার বদলে এলো বালু

বাংলাধারা প্রতিবেদন »

আসার কথা সুতা, তার বদলে এলো বালু। চীন থেকে সোহারা ফ্যাশন লিমিটেডের কনটেইনার ভর্তি বালু এসেছে চট্টগ্রাম বন্দরে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) পরীক্ষা করতে গিয়ে বালু ভর্তি কনটেইনার দেখতে পান কাস্টম হাউস কর্মকর্তারা।

কাস্টমস সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি সোহারা ফ্যাশনের নামে চট্টগ্রাম কাস্টম হাউসে দুইটি বিল অব এন্ট্রি দাখিল হয়। এক্সিম ব্যাংকের ইনভয়েস ভ্যালু যথাক্রমে ২৫ হাজার ৫০৫ ডলার এবং ২৪ হাজার ১৯২ ডলার। এ প্রতিষ্ঠানের ঘোষণা ছিল পলিয়েস্টার সূতা। বন্দরে কনটেইনার আসার পর দেখা যায় ৪০ ফুট দীর্ঘ কনটেইনার ভর্তি বালুর বস্তা। কনটেইনারটির নম্বর ‘এইচএএসইউ ৪৭৮৪২৫২। এর আগেও একই প্রতিষ্ঠানের কনটেইনারে বালুর বস্তা পাওয়া গিয়েছিল।

কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনুসুয়া বলেন, প্রায় ৫০ হাজার ডলার মূল্যের পণ্য আমদানির বিপরীতে মূল্যহীন পণ্য এনে অর্থ পাচার করা হয়েছে। বালুর রাসায়নিক পরীক্ষা করা হবে। পরবর্তীতে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ